ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:২৬, ৪ আগস্ট ২০২৫
সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

সোমবার দুপুরে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সুনামগঞ্জের সড়কে চলাচল করতে শুরু করেছে বাস

সুনামগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্ব ও মারামারির জেরে ডাকা ধর্মঘট  প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। 

সোমবার (৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের নিয়ে বৈঠকে বসে জেলা প্রশাসন। এরপরই ধর্মঘট তুলে নেন শ্রমিকরা। ফলে সড়কে বাস চলাচল করতে শুরু করে।

আরো পড়ুন:

আরো পড়ুন: সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে দুর্ভোগ চরমে

রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় ধর্মঘট পালনের ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক। 

পরিবহন শ্রমিকরা জানান, রবিবার সকালে বাস ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয় লোকাল একটি বাসের হেলপার ও চালকের। এ নিয়ে এক পর্যায়ে বাস শ্রমিক-শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনার জেরে বিকেলে সুনামগঞ্জ বাস টার্মিনাল অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিলেও সন্ধ্যার পর অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেন। 

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূরুল হক বলেন, “আমাদের শ্রমিকদের ও শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যা হয়েছিল সেটা আজ মীমাংসা হয়েছে। আমাদের যে কয়টি দাবি ছিল, তা পূরণে সুনামগঞ্জ জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে। এ কারণে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছি।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়