ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৫ আগস্ট ২০২৫  
হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার পর আবার গ্রেপ্তার আল আমিন (মাঝে)

বরগুনার আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাতে সদর উপজেলার ক্রোক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রবিবার বিকালে আদালত থেকে জেলহাজতে পাঠানোর সময় হাতকড়া খুলে পালিয়ে যায় এ আসামি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া আল আমিন উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

সদর থানা পুলিশ জানায়, আল আমিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন। মামলায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়। এমনকি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। রবিবার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে আসামিদের কারাগারে নেওয়ার পথে জেলা ও জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন হাতকড়া খুলে পালিয়ে যায়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন রাইজিংবিডিকে বলেন, “এই ঘটনায় অপরাধীকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এক পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়