ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৫ আগস্ট ২০২৫  
কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 

মজনু মিয়া

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাপের কামড়ে মজনু মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজন‌দের অ‌ভি‌যোগ, বিষ‌ক্রিয়া শুরু হ‌লে মজনু মিয়া‌কে রা‌জিবপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হয়। ভ‌্যাক‌সিন না থাকায় চিকিৎসক তাকে ময়মন‌সিং‌হে রেফার্ড করেন। প‌থেই তার মৃত‌্যু হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার রা‌জিবপুর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকার দ‌ক্ষিণ দাগ মা‌ঠে পাট কাট‌তে গি‌য়ে মারা যান তিনি। মারা যাওয়া মজনু মিয়া একই গ্রামের আবুল হাশেমের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় ও প‌রিবার সূ‌ত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে দ‌ক্ষিণদাগ মা‌ঠে পাট কাটতে যান মজনু মিয়া। এ সময় তা‌কে একটি বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যান। পরে একটি সাপকে গর্তে ঢুকতে দেখে গর্ত খুঁড়ে সেটিকে মেরে ফেলেন তিনি।

দুপুরের দিকে শরীরে বিষক্রিয়া শুরু হলে তা‌কে হাসপাতালে নেওয়া হয়। চি‌কিৎসক মজনু মিয়াকে ময়‌মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

রা‌জিবপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের প‌রিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরওয়ার জাহান ব‌লেন, “রোগীর অবস্থা গুরুত্বর হওয়ায় তা‌কে চিকিৎসা দেওয়ার সু‌যোগ ছিল না। ফ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য তা‌কে রেফার্ড করা হয়।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়