ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপাসিয়ায় আনন্দ মিছিলে যোগ দিতে পারলেন না মোস্তাক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৫ আগস্ট ২০২৫   আপডেট: ২২:১২, ৫ আগস্ট ২০২৫
কাপাসিয়ায় আনন্দ মিছিলে যোগ দিতে পারলেন না মোস্তাক

মোস্তাক আহমেদ

গাজীপুরের কাপাসিয়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে যোগ দিতে পারলেন না যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫)। মিছিল শুরুর আগেই তিনি অসুস্থ হয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে। 

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে অসুস্থ হয়ে পড়েন মোস্তাক। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

মারা যাওয়া মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। পেশায় পরিবহন ব্যবসায়ী মোস্তাক আহমেদ স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু বলেন, “বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে কাপাসিয়ায় আনন্দ মিছিলের আয়োজন করা হয়। টোক ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মোস্তাক মিছিলে অংশ নিতে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে আসেন। মিছিল শুরু হওয়ার আগেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।”

তিনি আরো বলেন, “সঙ্গে থাকা নেতাকর্মীরা মোস্তাককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ততক্ষণে সব শেষ।”

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই মোস্তাক আহমেদের মৃত্যু হয়।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়