ময়মনসিংহ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আব্দুল গফুর দুদু মিয়া নামের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন আব্দুল গফুর দুদু মিয়া। সোয়া ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুদু মিয়া মুক্তাগাছার বাঁশাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাশাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক মামলায় গত ২৩ জুলাই থেকে কারাগারে ছিলেন দুদু মিয়া। বুধবার ভোররাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/মিলন/রফিক