নির্বাচনের তারিখ ঘোষণা করায় কিছু উপদেষ্টার মন খারাপ: হাফিজ
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন।
তিনি বলেছেন, ‘‘গত এক বছর তারা ক্ষমতার স্বাদ কিছুটা অনুভব করতে পেরেছে। তারা চেয়েছিল, এভাবেই দিন কাটিয়ে দেবে।’’
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে হাফিজ বলেন, ‘‘কিছুদিন আগে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূস সাহেব বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন, যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। তিনি তার কথা রেখেছেন।’’
তিনি বলেন, ‘‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আর দেশের জনগণ যদি আমাদের সেবা করার দায়িত্ব দেয়। আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালন করব। কারণ আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি।’’
ঢাকা/কেয়া/রাজীব