ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স ঢুকে পড়ল দোকানে, নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৪৮, ৭ আগস্ট ২০২৫
নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স ঢুকে পড়ল দোকানে, নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের এক মুদি দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে মুদি দোকানি আরমান আলী (৩০) আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, সকালে উপজেলার ফুটানি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরমান আলী উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্স চালকের ঘুমের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘‘দুর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্সটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়