ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৮ আগস্ট ২০২৫  
খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

খুলনার সোনাডাঙ্গাস্থ একটি হোটেলে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে খেলাফত মজলিস

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুলনা বিভাগের ৩৬টির মধ্যে ৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। 

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে খুলনার সোনাডাঙ্গাস্থ একটি হোটেলে সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় দেশের বৃহত্তর স্বার্থে জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারে দল এমন তথ্যও জানানো হয়। 

আরো পড়ুন:

প্রার্থী ঘোষণার আগে বক্তৃতায় দলের নায়েবে আমির অধ্যাপক মো. সিরাজুল হক নির্বাচনের আগে বিগত ১৭ বছরের সব নির্যাতন, খুন-গুমের সুষ্ঠু বিচার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার, প্রশাসনিক সব কর্মকর্তাকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখা এবং অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার, পেশীশক্তি নিয়ন্ত্রণ এবং সব ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “দেশের সব বিভাগেই প্রার্থী ঘোষণা প্রক্রিয়ার অংশ হিসেবে খুলনা বিভাগের প্রার্থী ঘোষণা হলো। তবে, ইসলামী জোট হলে সব দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোন আসনে কোন দলের প্রার্থী থাকবে সে সিদ্ধান্ত হবে।”

খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে- খুলনা-১ আসনে মাওলানা এমদাদুল হক, খুলনা-২ আসনে অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, খুলনা-৩ আসনে এফ. এম. হারুন-অর-রশীদ, খুলনা-৪ আসনে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-৫ আসনে মুফতি আ. জব্বার আজমী, খুলনা-৬ আসনে মাওলানা সোলাইমান হোসেন নোমানী। 

বাগেরহাট-১ আসনে মাওলানা খায়রুল ইসলাম হেলালী, বাগেরহাট-২ আসনে শায়খুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট-৩ আসনে মুফতি ফরিদ আহমদ হেলালী, বাগেরহাট-৪ আসনে অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার।  

সাতক্ষীরার ১, ২ ও ৪ আসনে কোনো প্রর্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে, সাতক্ষীরা-৩ আসনে মুফতি কামাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। 

মেহেরপুর-১ আসনে অধ্যাপক আব্দুল হান্নান এবং মেহেরপুর-২ আসনে হোসাইন বাদশা। 

কুষ্টিয়া-১ আসনে মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া-২ আসনে মুফতি আবদুল হামিদ, কুষ্টিয়া-৩ আসনে অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া-৪ আসনে মাওলানা আলী আশরাফ। 

চুয়াডাঙ্গা-১ আসনে মো. মোখলেছুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনে অ্যাডভোকেট মো. ইউনুস আলী। 

ঝিনাইদহ-১ আসনে মাওলানা আবু তালেব, ঝিনাইদহ-২ আসনে অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ এবং ঝিনাইদহ-৪ আসনে মাওলানা ওয়াজিউল্লাহ। ঝিনাইদহ-৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। 

যশোর-১ আসনে মাওলানা মাহাবুব উল্লাহ, যশোর-২ আসনে মাওলানা কামাল হোসাইন, যশোর-৩ আসনে মাওলানা হাফেজ আবদুল্লাহ, যশোর-৪ আসনে মাওলানা মনিরুজজামান, যশোর-৫ আসনে হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, যশোর-৬ আসনে মাওলানা শফিউল্লাহ। 

মাগুরা-১ আসনে ড. মাওলানা ফয়জুল ইসলাম, মাগুরা-২ আসনে ডা. শামসুজজামান। 

নড়াইল-১ আসনে হাফেজ মাওলানা জিন্নাত আলী এবং নড়াইল-২ আসনে মাওলানা আবদুল হান্নান সরদারের নাম ঘোষণা করা হয়েছে। 

বিভাগের অন্য চারটি আসনের পরবর্তীতে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মাস্টার আব্দুল মজিদ, ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসির উদ্দিন, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা মহানগর সভাপতি এফ.এম. হারুন অর রশীদ, যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বাগেরহাট জেলা সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়