কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার খোকসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাজেদা বেগম ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।
নিহতের ছেলে রইচ উদ্দিন বলেন, ‘‘সকালে গোয়াল ঘরের মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন মা। খবর পেয়ে মাঠের কাজ ফেলে এসে মাকে উদ্ধারের চেষ্টা করেন বাবা। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনিও। বাবার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বাড়ির মেইন সুইচ বন্ধ করেন। দ্রুত মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘মৃত অবস্থায় সাজেদাকে হাসপাতালে আনা হয়।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব