ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে ২ রাউন্ড গুলিসহ রিভলভার উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৯ আগস্ট ২০২৫  
মানিকগঞ্জে ২ রাউন্ড গুলিসহ রিভলভার উদ্ধার

উদ্ধারকৃত রিভলভার ও গুলি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই রাউন্ড গুলিসহ একটি চাইনিজ রিভলভার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আরুয়া ইউনিয়নের দরিকান্দি খালপাড় মসজিদের বাঁশঝাড় থেকে রিভলভারটি উদ্ধার করা হয়। শিবালয় থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আজম বলেন, “সেনাবাহিনীর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় চায়না রিভলভারটি উদ্ধার করে। এসময় রিভলবারের সাথে সাদা কাপড়ে প্যাঁচানো দুই রাউন্ড গুলিও পাওয়া যায়।”

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, উদ্ধারকৃত রিভলভারের গায়ে ইংরেজিতে ‘MADE IN CHAINA’ লেখা আছে। যার বাট হতে ব্যারেল পর্যন্ত দৈর্ঘ্য ১৭ সে.মি.। সচল সোনালী ও ধূসর বর্ণের রিভলভারটিতে ব্যারেল, ট্রিগার, ফায়ারিং পিন সংযুক্ত আছে। যার প্রতিটির ক্যাপের পিছনে ইংরেজিতে 'E' লেখা আছে। 

ওসি আরো বলেন, “অস্ত্রটি শিবালয় থানা পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে হেফাজতে নিয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

ঢাকা/চন্দন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়