চটের বিছানা নিয়ে বাগবিতণ্ডা, যুবককে হত্যা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে চটের বিছানায় ঘুমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে জুয়েল (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চটের বিছানায় ঘুমানোকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে রাকিব ও তার ভগ্নিপতি রবিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিন জুয়েলের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, ধস্তাধস্তির সময় রাকিবের হাতে থাকা ছুরি জুয়েলের বুকে লাগে। এসময় রবিনের হাতও কেটে যায়। আটক দুইজনের বিরুদ্ধেই শ্রীপুর থানায় পূর্বে চুরির মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
ঢাকা/রফিক/মাসুদ