ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের পরিকল্পনা ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:০৮, ২৫ আগস্ট ২০২৫
রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের পরিকল্পনা ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের ভয়াবহ পরিকল্পনা ঠেকাতে এখনই বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।”

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজারের উখিয়ার ইনানীতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টা বলেছেন, “রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও ২০১৭ সালে এবং তারও আগে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। এখন মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে।”

তিনি আরো বলেন, “বাংলাদেশ এখন স্থিতিশীল এবং জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। এই প্রেক্ষাপটে কক্সবাজারে আয়োজিত সংলাপ প্রত্যাবাসনের নতুন দিক উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।”

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্র জানিয়েছে, এই সংলাপে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবিক সহায়তা, নিরাপদ প্রত্যাবাসন ও টেকসই সমাধান।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়