ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক তুহিন হত্যা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৩৬, ২৫ আগস্ট ২০২৫
সাংবাদিক তুহিন হত্যা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

সোমবার (২৫ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান জিএমপি সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘তদন্তের পর সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে ৮ জনের বিরুদ্ধে। তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে। তবে, সাংবাদিক তুহিনের ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ থাকায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’’

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- কেটু মিজান ওরফে কোপা মিজান, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, রফিকুল ইসলাম, আল-আমিন, সুমন, ফয়সাল, শাহজালাল ও শামীম হোসেন।

সংবাদ সম্মেলন শেষে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী বলেন, ‘‘মূলত যে  ভিডিও করাকে কেন্দ্র কেরে আমার স্বামীকে হত্যা করা হয়েছে, সেই মোবাইল দুটি এখনো উদ্ধার করতে পারিনি পুলিশ। যে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’’

এর আগে, গত ৭ আগস্ট রাতে গাজীপুর নগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়