সুন্দরবনে হরিণ শিকারের ৫০ ফাঁদ ও কাঠ জব্দ
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুন্দরবনের ঢাংমারী স্টেশনের ঘাগড়ামারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৫০টি হরিণ শিকারের ফাঁদ ও ২০ টুকরা কাঠ জব্দ করেছে বন বিভাগ। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কুলতলী খাল সংলগ্ন জঙ্গল থেকে এসব উদ্ধার করা হয়।
ঢাংমারী স্টেশনের ঘাগড়ামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ‘‘নিয়মিত টহলের সময় জঙ্গলে সন্দেহজনক নড়াচড়া চোখে পড়ে। পরে অনুসন্ধান চালিয়ে হরিণ শিকারের জন্য পাতা ৫০টি ছিটকা ফাঁদ ও ২০ টুকরা কাঠ জব্দ করা হয়।’’
তিনি জানান, প্রাথমিকভাবে দুজন শিকারি ও কাঠ চোরকে শনাক্ত করা হয়েছে। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তারা পূর্বে একই এলাকায় হরিণ শিকারের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটেছিল। বনের সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/শহিদুল/রাজীব