ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে ১০ কলেজের সবাই ফেল

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১৬ অক্টোবর ২০২৫  
নাটোরে ১০ কলেজের সবাই ফেল

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় নাটোর জেলার ১০টি কলেজের একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- নাটোর সদর উপজেলার আবুল খায়ের কলেজ, এম রুহুল কুদ্দুস তালুকদার কলেজ, ইয়াসিনপুর কলেজ, পীরগঞ্জ আদর্শ কলেজ, লালপুর উপজেলার পাইকপাড়া কলেজ, মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম মহিলা কলেজ, গুরুদাসপুর উপজেলার বৃ-কাশো কলেজ, নলডাঙ্গা উপজেলার সড়কুটিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং বাগাতিপাড়া উপজেলার তমালতলা মহিলা কলেজ।

জেলার শতভাগ পাসের রেকর্ড করেছে সিংড়া উপজেলার বিয়াম অ্যান্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। সেখানে দুই জন পরীক্ষার্থী অংশ নিয়ে দুজনই পাস করেছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অকৃতকার্য কলেজগুলোর অধিকাংশই প্রত্যন্ত অঞ্চলের। শিক্ষকরা নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকায় ও শিক্ষার্থীদের অনুপস্থিতিতে এমন ফল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজাদুল আলম বলেন, “প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা আর্থিকভাবে দুর্বল। অনেকেই কাজ করে পড়ালেখা করে। নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকায় ফলাফল খারাপ হয়েছে।”

এ বিষয়ে সহকারী জেলা শিক্ষা অফিসার সুভাষ কুমার মণ্ডল বলেন, “শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হবে। সন্তোষজনক জবাব দিতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হবে।”

ঢাকা/আরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়