ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই আন্দোলনে গুলি চালানো আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৮ অক্টোবর ২০২৫  
জুলাই আন্দোলনে গুলি চালানো আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার

পুলিশের অভিযানে মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা মোস্তাফা কামাল টিপু জুলাই আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি চালিয়েছে। অস্ত্র হাতে তার একাধিক ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পুলিশ দীর্ঘ দিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।

টিপুর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত ৩৭টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযান এখনো অব্যাহত আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
 

ঢাকা/রেজাউল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়