ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৩০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:১১, ৩০ অক্টোবর ২০২৫
খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

ফাইল ফটো

খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় দুই জনকে ১০ বছ‌র এবং একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপা‌শি তাদের অর্থদণ্ড, অনাদায়ে পৃথক মেয়াদের সাজা দিয়েছেন বিচারক। 

বৃহস্প‌তিবার (৩০ অক্টোবর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম মামলার রায় ঘোষণা করেন। বিষয়‌টি নি‌শ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়া‌ছিন আলী। 

আরো পড়ুন:

সাজাপ্রাপ্তদের মধ্যে মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল হক বিশ্বাস এবং চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাসকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।   

অপর আসামি দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রাক্তন অফিসার (অগ্রিম) এস এম ইমদাদুল হককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।

রায় ঘোষণার সময় আসামি এস এম ইমদাদুল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি পলাতক। 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়