ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দুই দিন পর যুবকের মৃত্যু 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৩০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৫৯, ৩০ অক্টোবর ২০২৫
নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দুই দিন পর যুবকের মৃত্যু 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে শরীরে পেট্রল ঢেলে আগুন লাগানো যুবক রায়হান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। 

রায়হান মিয়া সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকার চান মিয়ার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেছেন, কিছুদিন আগে পারিবারিক কলহের জের ধরে রায়হানের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান। তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন রায়হান ও তার পরিবার। এর জের ধরে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে নিজ বাড়িতে শরীরে পেট্রোল ঢেলে আগুন লায়েছিলেন রায়হান। পরে পুকুরে লাফ দিলে রায়হানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তিনি মারা যান। 

সুন্দরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেছেন, “সকালে রায়হানের মৃত্যুর খবর শুনেছি। তবে, থানায় কেউ অভিযোগ দেননি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।” 

ঢাকা/মাসুম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়