ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৩০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:২৭, ৩০ অক্টোবর ২০২৫
ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নবগঙ্গা নদী। ফাইল ফটো

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে আরিয়ান (৪) ও ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে তাসনীম (৪)।

আরো পড়ুন:

কাতলামারি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আল মামুন বলেন, ‘‘তিন শিশু বাড়ির পার্শ্ববর্তী নবগঙ্গা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তাসনীম ও আরিয়ান নদীর পানিতে ডুবে যায়। এ সময় অপর শিশুটি বাড়িতে ফিরে স্বজনদের জানালে তারা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।’’

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়