এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
লুৎফুজ্জামান বাবর (ফাইল ফটো)
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “এখনো কালো মেঘের ছায়া কাটেনি। দেশজুড়ে এখনো ষড়যন্ত্রের জাল ছড়িয়ে আছে।”
শনিবার (৮ নভেম্বর) দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
লুৎফুজ্জামান বাবর বলেন, শেখ হাসিনার প্রথম মামলার রায়কে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী এক পরাশক্তি দেশ রায় ও আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতার কথা বললেও তাদের আচরণে স্পষ্ট পক্ষপাত লক্ষ করা যাচ্ছে। এখন আমাদের সামনে একটা বড় সুযোগ আসছে—ক্ষমতায় যাওয়ার সুযোগ। কিন্তু, সেটা যেন দলীয় বিশৃঙ্খলায় নষ্ট না হয়। কেউ নিয়ম ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না, আমি হলেও না। সবাইকে হালাল পথে, ন্যায্যতার ভিত্তিতে চলতে হবে।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, সামনে বড় চ্যালেঞ্জ আসছে, তা মোকাবিলায় ধৈর্য ও সংযমের বিকল্প নেই।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তথ্য-প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞান অর্জন জরুরি।”
উপজেলার মোহনগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবাদ/রফিক