দিনাজপুরে জেঁকে বসেছে শীত
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৫৯, ১৪ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৫, ১৪ নভেম্বর ২০২৫
উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় জেঁকে বসেছে শীত। কনকনে শীতে কাঁপছে জেলাবাসী। এতে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।
জেলা আবহাওয়া অফিস শুক্রবার (১৪ নভেম্বর) সকালে দিনাজপুরে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তোফাজ্জল হোসেন জানিয়েছেন, আজ সকাল ৯টায় দিনাজপুরে তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।
তিনি আরো জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকা/মোসলেম/রফিক