ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ১১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১১ ডিসেম্বর ২০২৫  
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ১১

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সাগর এলাকা দিয়ে মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্টসহ ১১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট থামিয়ে তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। সেই সঙ্গে ফিশিং বোটে থাকা ১১ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়