ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির ওপর আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ: বিএনপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩৯, ১২ ডিসেম্বর ২০২৫
হাদির ওপর আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ: বিএনপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি বলেছে, এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। এটি নির্বাচনি পরিবেশ নষ্ট করতে সন্ত্রাসী তৎপরতার বহিঃপ্রকাশ। 

আরো পড়ুন:

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, দেশের একটি চক্র পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে চাইছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণতান্ত্রিক আন্দোলনে উদ্ভূত পরিবর্তনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের সহিংসতা উসকে দেওয়া হচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্যে সমাজে ভয়-আতঙ্ক ছড়ানোই এই হামলার মূল লক্ষ্য।

গণতন্ত্রের পথচলা রুদ্ধ করতে এবং জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে বিবৃতিতে নাশকতাকারীদের কঠোর হস্তে দমন এবং দেশের মানুষের জান-মালের নিরাপত্তা এবং ভোটাধিকার রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

ঢাকা/আলী//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়