ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে হাদিকে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৩৯, ১২ ডিসেম্বর ২০২৫
ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে হাদিকে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে স্থানান্তর করা হচ্ছে। তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।”

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তিনি এই তথ্য জানান।

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, “হাদির পরিবারের সম্মতিতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।”

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।”

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়