ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদিকে দেখতে ঢামেকে শফিকুর রহমান ও মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:০৯, ১২ ডিসেম্বর ২০২৫
হাদিকে দেখতে ঢামেকে শফিকুর রহমান ও মির্জা আব্বাস

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

শরিফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরো পড়ুন:

শুক্রবার বিকেল সােয়া ৪টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় হাদির খোঁজ-খবর নেন।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান  উদ্বেগ প্রকাশ করে বলেন, ‍‍“রাজনৈতিক মতভিন্নতা কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না। এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন।”

এদিকে, হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে হাদির প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালের জরুরি বিভাগের গেট দিয়ে প্রবেশ করেন তিনি।

ঢাকা/রায়হান/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়