ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেলিটকের সঙ্গে চুক্তি করল কে অ্যান্ড কিউ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১১ ডিসেম্বর ২০২৫  
টেলিটকের সঙ্গে চুক্তি করল কে অ্যান্ড কিউ

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি এ২পি (অ্যাপ্লিকেশন-টু-পার্সন) অ্যাগ্রেগেটর চুক্তি করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং কেই অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে একটি “এ২পি অ্যাগ্রেগেটর অ্যাগ্রিমেন্ট” স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় কেই অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড টেলিটক বাংলাদেশ লিমিটেডের জন্য এ২পি (অ্যাপ্লিকেশন-টু-পার্সন) অ্যাগ্রেগেটর হিসেবে কাজ করবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর লাইসেন্সের আওতায় এ সেবা প্রদান করা হবে।

কোম্পানিটি আশা করছে, এ চুক্তি তাদের ব্যবসায়িক কার্যক্রম ও রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রাখবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়