৭ পুলিশ সুপারকে বদলি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন: পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, যিনি নতুনভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দায়িত্ব নেবেন। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোছা. লিজা বেগম, যিনি ডিএমপিতে পদায়ন পাচ্ছেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, নতুনভাবে ডিএমপিতে স্থানান্তরিত হবেন। এসবির পুলিশ সুপার মো. মাহমুদুল কবীরও ডিএমপিতে বদলি হয়েছেন। এসবির পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন ডিএমপিতে দায়িত্বভার গ্রহণ করবেন। এপিবিএনের পুলিশ সুপার খালেদা বেগম নতুনভাবে ডিএমপিতে পদায়ন পেয়েছেন। তিন নম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামানকে চট্টগ্রামের সিটি মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ঢাকা/এএএম//