ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে ঠান্ডা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:৩০, ২৪ ডিসেম্বর ২০২৫
পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে ঠান্ডা

সূর্যেোদয়, কুয়াশায় ঢেকে আছে প্রকৃতি।

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস। জেলায় বুধবার (২৪ ডিসেম্বর) সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় কুয়াশার দৃষ্টিসীমা ছিল ৫০ মিটারের নিচে। আর বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ। 

ঘুন কুয়াশার কারণে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিক-কৃষকরা। 

এদিকে হাসপাতালগুলো আশঙ্কাজনক হারে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। অনেকেই হাসপাতালের ওয়ার্ডে সিট না পেয়ে চিকিৎসা নিচ্ছেন মেঝে কিংবা করিডরে। 

কলাপাড়ার লঞ্চঘাট এলাকার শ্রমিক সোবাহান মিয়া বলেন, “গতকালের চেয়ে আজ শীত অনেকটা বেশি। এছাড়া অনেক বেশি কুয়াশা পড়ছে। যার কারণে ঢাকা থেকে আসা লঞ্চ সঠিক সময় আমাদের এলাকায় পৌঁছতে পারছে না। সকাল থেকে শীতের কারণে কাজ বন্ধ রয়েছে। তবে বেলা বাড়লে রোদের দেখা মিললে কাজ শুরু করব।”

একই এলাকার রিকশা চালক বিকাশ মণ্ডল বলেন, “আজ হিম বাতাস এবং ঘন কুয়াশা অনেক বেশি। বিশেষ করে হিম বাতাসের কারণে শীত অনেক বেশি লাগে। ভোরে একটু রিকশা চালালেই শরীর অবসের মতো হয়ে যায়। শীতের কারণে সকাল থেকে যাত্রীও অনেক কম।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “কুয়াশা ও শীতের তীব্রতা আরো বাড়তে পারে। তবে আপাতত বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়