ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্কাইভ 

নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন: জেনারেল’স উইডো উইনস বাংলাদেশ ভোট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ৩০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:৩৯, ৩০ ডিসেম্বর ২০২৫
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন: জেনারেল’স উইডো উইনস বাংলাদেশ ভোট

নিউইয়র্ক টাইমস ১৯৯১ সালের ১ মার্চ বারবারা ক্রসেটের একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটির শিরোনাম ছিলো—‘‘জেনারেল'স উইডো উইনস বাংলাদেশ ভোট’’। প্রতিবেদনটি রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো। 

‘‘একজন প্রতাপশালী জেনারেলের স্ত্রী খালেদা জিয়া সুবিদিত না হয়েও এক দশকের কম সময়ের মধ্যে নিজেকে প্রভাবশালী রাজনৈতিক নেতায় রূপান্তরিত হয়েছেন। বুধবারের নির্বাচনে এখনো চারটি আসনের ফলাফল ঘোষণা ধরি ১৪০টি আসন পেয়ে শীর্ষ স্থানে রয়েছে। ৩৩০টি আসনের মধ্যে ৩০০টি আসন রয়েছে। ৩৩০ আসনের সংসদে মিসেস জিয়া ও তার বাংলাদেশ জাতীয়তাবাদী দক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এবং ৩০টি আসন পরে পরোক্ষ ভোটের মাধ্যমে পূরণ করা হয়। 

আরো পড়ুন:

মিসেস জিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ওয়াজেদের দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন আটদলীয় জোট ৯৫টি আসন পেয়ে পিছিয়ে আছে। শেখ হাসিনা পাঁচটি আসনের মধ্যে চারটিতে পরাজিত হয়েছেন (সিক্) মিসেস জিয়া পাঁচটি আসনেই জয়ী হয়েছেন। সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল এইচএম এরশাদও সব ক'টি আসনে জিতেছেন, যিনি গণ-আন্দোলন তিনি এখন গৃহবন্দি। ...বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের কন্যা শেষ গত ডিসেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন। দুর্নীতি ও অবৈধ আগ্নেয়াস্ত্রের অভিযোগে হাসিনা, যিনি রাজনৈতিক পরিমণ্ডলে বয়ঃপ্রাপ্ত ও বিকশিত হয়েছেন, তার বিপর্যয়কর পরাজয়ও বিস্ময়-উদ্রেককারী। 

ভোটারদের ভয় দেখানো হয়েছে বলে শেখ হাসিনা আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অভিযোগ উত্থাপন করে বলেছেন, ‘‘রাজনীতি আবার সামরিক বাহিনীর কাছে ফিরে গেছে। ...বাংলাদেশের অনেক মানুষ মনে করেন, নির্বাচনী প্রচারণার ধরন-ধারণের তাৎপর্যের ওপর নির্ভর করেই মিসেস জিয়া সফল হয়েছেন এবং শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন।’’

সূত্র: বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম, মাহফুজ উল্লাহ, পৃষ্ঠা নম্বর: ৩৯৬

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়