ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার মৃত্যুতে এভারকেয়ারের সামনে ভিড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৩০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৩০, ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে এভারকেয়ারের সামনে ভিড়

এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মী ও সমর্থকদের ভিড়।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমতে শুরু করেছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে হাসপাতালের বাইরে নেতাকর্মী ও সাধারণ মানুষ শোক প্রকাশ করতে ভিড় করেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

হাসপাতালের প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন অনেকেই। তবে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের প্রবেশের চেষ্টা রোধ করেছে। নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে জোরদার করা হয়েছে। হাসপাতালের আশেপাশের সড়কগুলোতে যানজট ও শোকাহত মানুষের চাপ লক্ষ্য করা গেছে।

এর আগে, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদা জিয়ার। তিনি দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন। 

বেগম জিয়ার মৃত্যুতে রাজনৈতিক মহলসহ বিভিন্ন সমাজসেবী ও ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল গভীর দুঃখ প্রকাশ করেছেন। বিএনপি সাত দিনের শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে। দলের সব শাখায় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শোকসভা, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএনপি ও দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান যুগান্তকারী হিসেবে বিবেচিত।

হাসপাতালের বাইরে শোকাহত মানুষের মধ্যে নানা বয়সী মানুষ ও নেতাকর্মী রয়েছেন। তারা নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে একে অপরকে সাহস ও সমবেদনা জানাচ্ছেন।

ঢাকা/আলী/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়