ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনীতিতে খালেদা জিয়ার শিক্ষা ও আদর্শ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে: জাতীয় পার্টি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৩০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:০৫, ৩০ ডিসেম্বর ২০২৫
রাজনীতিতে খালেদা জিয়ার শিক্ষা ও আদর্শ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে: জাতীয় পার্টি

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) এক শোক বার্তায় দলটির নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

আরো পড়ুন:

শোক বার্তায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির আপসহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। রাজনীতির যে সাহসী শিক্ষা ও আদর্শ তিনি আমাদের দিয়ে গেছেন, তা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশের জন্য তার ত্যাগ ও আত্মনিবেদন জাতি চিরদিন স্মরণে রাখবে।

বেগম জিয়ার সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করে জাপা নেতৃবৃন্দ বলেন, তার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমাদের। তিনি আমাদের সব সময় স্নেহের বন্ধনে আবদ্ধ করে রাখতেন।

আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তার সংগ্রামী জীবনকে স্মরণ করি এবং অঙ্গীকার করি যে, দেশ ও জনগণের স্বার্থে তার আদর্শ ও আত্মত্যাগকে বাঁচিয়ে রাখবে, প্রজন্ম থেকে প্রজন্মে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল ইসলাম জহির ও মোস্তফা আল মাহমুদ।

জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার আপোসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার চলে যাওয়া জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

আমরা এ মুহূর্তে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়