ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসু নির্বাচন স্থগিত: উপাচার্য ভবনের তালা ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ 

জবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৩০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৪৭, ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিত: উপাচার্য ভবনের তালা ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করেছে জবি সিন্ডিকেট। নির্বাচন বন্ধের প্রতিবাদে উপাচার্য ভবনের তালা ভেঙে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

উপাচার্য ভবনের সামনে গিয়ে দেখা গেছে, সকাল ৯টা ৪৫ মিনিটে নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সব প্যানেলের প্রার্থীরা উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরাও। কয়েক হাজার শিক্ষার্থী উপাচার্যের ভবনের ফটকের তালা ভেঙে বিক্ষোভ করছেন। তারা ‘মানি না মানব না, নির্বাচন স্থগিত মানি না‘ এবং ‘ভুয়া ভুয়া’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন। 

ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব, শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা বিক্ষোভস্থলে আছেন।

ঢাকা/লিমন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়