ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার মৃত্যুতে স্তব্ধ ফেনীবাসী

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৩০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৪, ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে স্তব্ধ ফেনীবাসী

ফেনীর ফুলগাজীর দৌলতপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি। ইনসেট: বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পৈতৃক জেলা ফেনীতে। আপোসহীন এই নেত্রীকে হারিয়ে শোকাহত ফেনীর সাধারণ মানুষ, ফুলগাজীর বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানার পর ফুলগাজীর দৌলতপুরে তার পৈতৃক বাড়িতে ভিড় করেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা। সেখানে বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

মৃত্যু সংবাদে শোকাভিভূত হয়েছেন খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম মজুমদার। তিনি বলেন, “এই বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা আশা করছিলাম, সুস্থ হয়ে আবারো তিনি এখানে ফিরবেন। আজকে তার মৃত্যুর সংবাদ সবকিছু চিরদিনের জন্য ম্লান করে দিয়েছে।”

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “বাংলাদেশের ইতিহাসে এ পর্যায়ে আর কেউ পৌঁছাতে পারেননি। বেগম খালেদা জিয়া প্রথম কর্মসূচিতে ফেনীতে এসে আমাদের বাড়িতে অবস্থান করেছিলেন। এরপরও বহুবার এসেছেন। তার মৃত্যুর শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই।”

বিএনপি নেতা মোশাররফ চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা ফেনীবাসী সবসময় গর্ব করেছি। ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’ এই স্লোগানটি রাজনৈতিক অঙ্গনে অন্য মাত্রা দিয়েছিল। তার চলে যাওয়ায় আজ সবকিছু শেষ হয়ে গেল।”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে তার পক্ষে সোমাবর বিএনপির নেতাকর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়