পঁচিশে ভেঙেছে যে তারকাদের সংসার
দরজায় কড়া নাড়ছে নতুন বছর। ভালো-মন্দের মিশেলে বিদায় নিচ্ছে ২০২৫। এ বছর শোবিজ অঙ্গনে যেমন প্রেম ও পরিণয়ের গল্প শোনা গেছে, তেমনি আলোচনায় এসেছে একাধিক তারকার সংসার ভাঙার খবরও। ব্যক্তিগত টানাপড়েন, দূরত্ব কিংবা মতানৈক্য—বিভিন্ন কারণে চলতি বছরে যেসব তারকা দাম্পত্য জীবনের ইতি টেনেছে, তাদের নিয়েই এই প্রতিবেন—
অর্ধ যুগের সংসারের ইতি টানেন কণা
জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা চলতি বছরে তার দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টানেন। ছয় বছর আগে ভালোবেসে গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন তিনি। তবে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় গত ১৬ জুন আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
হৃদয় খানের তৃতীয় বিয়ের পরিসমাপ্তি
সংগীতশিল্পী হৃদয় খান ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি তার তৃতীয় বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সাত বছরেরও বেশি সময় পর সেই সম্পর্কে ইতি টানেন এই সংগীতশিল্পী।
ছয় বছর আগে ভাঙে রাশেদ মামুন অপুর সংসার
ছয় বছর আগে অভিনেতা রাশেদ মামুন অপুর সংসার ভাঙে। তবে বিষয়টি এতদিন অগোচরেই ছিল। গত ১৪ ডিসেম্বর তার স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমো প্রথমবারের মতো বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন। এর মাধ্যমে দীর্ঘদিন আড়ালে থাকা সেই সত্য সামনে আসে।
বছর শেষে চমকে দেন আফসান আরা বিন্দু
অভিনেত্রী আফসান আরা বিন্দু ঘর বেঁধেছিলেন আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে। বিয়ের পরই আড়ালে চলে যান। অভিনয় থেকেও নিজেকে গুটিয়ে নেওয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন চললেও এতদিন নীরব ছিলেন তিনি। চলতি বছরের শেষদিকে বিন্দু জানান, ২০১৭ সাল থেকে আলাদা থাকছিলেন তারা। ২০২২ সালে বিবাহবিচ্ছেদ ঘটে তাদের।
২০২৫ সাল শোবিজ অঙ্গনে শুধু প্রেম ও বিয়ের গল্পেই সীমাবদ্ধ ছিল না। এই বছরই সামনে এসেছে ভাঙা সম্পর্ক, নীরব বিচ্ছেদ ও দেরিতে প্রকাশ পাওয়া সত্য। নতুন বছরের শুরুর লগ্নে দাঁড়িয়ে এসব বিচ্ছেদের গল্প আবারো মনে করিয়ে দেয়—তারকার জীবনও আবেগ, টানাপড়েন আর বাস্তবতার মধ্য দিয়েই এগোয়।
ঢাকা/রাহাত/শান্ত