ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির স্বতন্ত্র প্রার্থী

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৩০ ডিসেম্বর ২০২৫  
ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির স্বতন্ত্র প্রার্থী

মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা

ময়মনসিংহ জেলায় ১১টি সংসদীয় আসন। একটি সিটি করপোরেশন, ১৩টি উপজেলা, ১০টি পৌরসভা, ১৪টি থানা, ১৪৫টি ইউনিয়ন এবং একটি ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এই আসনগুলো। 

মোট ভোটার ৪৭ লাখ ১৩ হাজার ৬২২জন। এরমধ্যে নারী ২৩ লাখ ৩৭ হাজার ৮৫২ জন, পুরুষ ২৩ লাখ ৭৫ হাজার ৭৩২ জন এবং হিজড়া ভোটার ৩৮ জন। 

আসনগুলোতে অধিকাংশ সময় আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছেন। তবে এবার ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকলেও জয়ের ব্যাপারে বিএনপিকে পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। দলীয় কোন্দলে ৯টি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতারা মনোনয়ন জমা দিয়েছেন।
 
ময়মনসিংহ-১
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ সংসদীয় আসন। এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল নেতাকমীর্দের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

তিনি বলেন, “দুই উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে বিগত সময়েও তাদের পাশে ছিলাম এখনো আছি। মানুষ আমাকে মন থেকে ভালোবাসে তাই নিবার্চন করার সিদ্ধান্ত নিয়েছি।”

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ।

এই আসনে জামায়াতের ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান মুক্তাও মনোনয়ন দাখিল করেছেন।

ময়মনসিংহ-২
ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ময়মনসিংহ-২। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারাকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার।

ময়মনসিংহ-৩
গৌরীপুর উপজেলা নিয়ে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন। তবে শেষ পর্যন্ত দলের নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মো. ইকবাল হোসাইন বিএনপি থেকে মনোনয়ন পান। এরপর থেকে পুরো উপজেলায় ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, অবরোধ করে হিরনের অনুসারীরা।

সংঘর্ষের ঘটনার পর সেদিন রাতেই হিরনসহ ৫ দলীয় নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আহম্মেদ তায়েবুর রহমান হিরন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

গৌরীপুরে উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ময়মনসিংহ-৪
ময়মনসিংহ মহানগর এবং সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ২৮৪ জন। এই আসনটি জেলার রাজনীতিতে খুবই গুরুত্ব বহন করে। ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ’র নাম প্রাথমিকভাবে তালিকায় থাকলেও পরবর্তীতে তা স্থগিত করে দলের নীতিনির্ধারকরা। তারপরও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার এবং ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে এ আসনটিতে মিছিল সমাবেশ করছে সর্মথকরা।

এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ময়মনসিংহ-৫
মুক্তাগাছা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেন এর ছোট ভাই জাকির হোসেন বাবলু। তিনি নেতাকমীর্দের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

এই আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রার্থী হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে।

ময়মনসিংহ-৬
কৃষিনির্ভর ফুলবাড়ীয়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৬ আসনে বিএনপির প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুল আলম ফারুক।

তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্যের স্ত্রী আখতার সুলতানা এবং তাদের ছেলে তানভীর আহম্মেদ রানা। এছাড়াও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আব্দুল করিম।

জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

ময়মনসিংহ-৭
ময়মনসিংহ-৭ আসনটি ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত এই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন মনোনয়ন পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের ছেলে মুহাম্মদ আনোয়ার সাদাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

জামায়াতের প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেলও মনোনয়ন দাখিল করেছেন।
 
ময়মনসিংহ-৮
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিগত জুলাই আন্দোলনে অর্থ যোগানদাতা হিসেবে গ্রেপ্তার হয়ে আয়নাঘরে নির্যাতন ও কারাবন্দি হওয়া বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। গত শনিবার দল থেকে পদত্যাগ করে সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উপজেলা জামায়াতের আমির মঞ্জুরুল হক হাসান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
ময়মনসিংহ-৯
নান্দাইল উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৯ আসন। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির সাবেক এমপি খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
 
ময়মনসিংহ-১০
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু। তাকে ঠেকাতে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিকুর রহমান এবং পাগলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল-ফাতাহ মো. আব্দুল হান্নান খান।

ময়মনসিংহ-১১
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১১ আসন। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু দলীয় মনোনয়ন দাখিল করেছেন। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম।

ঢাকা/মিলন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়