ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু

পিরোজপুর সংবাদাদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৫  
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার (২৯ ডিসেম্বর) নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি।

আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের বলেন, “পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দিইনি।”

আরো পড়ুন:

গত বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের কার্যালয় থেকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।  পিরোজপুর-২ আসনে জেপির উপজেলা পর্যায়ের নেতারা আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

এর আগে‎ গতকাল রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর সিও অফিস চত্বর আনোয়ার হোসেন মঞ্জুর গ্রেফতার ও প্রার্থিতা বাতিলের দানিত্র  মানববন্ধন অনুষ্ঠিত হয়।নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর ও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যায় জড়িত থাকার অপরাধে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান অভিযোগে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে এ মানব বন্ধন করা হয়। এ সময় মঞ্জুর গ্রেফতারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতা।

‎রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর সিও অফিস চত্বর থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঢাকা/তাওহিদুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়