ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শোকে মুহ্যমান বগুড়া বিএনপি 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৩০ ডিসেম্বর ২০২৫  
শোকে মুহ্যমান বগুড়া বিএনপি 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন বগুড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সাংবাদিকদের বলেন যে, খালেদা জিয়ার মৃত্যুতে তারা এতিম হয়ে গেলেন। বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

আরো পড়ুন:

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কথা বলার মতো শক্তি কারো আছে কি না, আমার জানা নেই। আজ সারা দেশের মানুষ কাঁদছে। সারা বাংলাদেশ কাঁদছে। আমি এই মুহূর্তে বেশি কিছু বলতে পারছি না।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, দেশের ইতিহাসের অর্ধেক অংশই বেগম খালেদা জিয়া। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য, দেশ পরিচালনার জন্য এবং দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়া যে কাজগুলো করে গেছেন, সেগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশে দল-মত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করতেন। তার কথায় অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যেত। আমাদের আশা ছিল, দেশবাসীর আশা ছিল, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে দেশের এই ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য আমাদের পরামর্শ দেবেন। কিন্তু, আমরা তাকে হারিয়ে ফেললাম।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আমরা আজকে গণতন্ত্রের মাকে হারালাম। আমাদের অভিভাবককে হারালাম। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঐক্যের প্রতীককে হারালাম। জেলা বিএনপির সভাপতি আরো বলেন, কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা আমরা পালন করব। ইতোমধ্যে বগুড়া জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম চলছে।

ঢাকা/এনাম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়