ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাঁচামাল আমদানি মূল্য ২৭০ দিন পর পরিশোধের সুবিধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ৩০ ডিসেম্বর ২০২৫  
কাঁচামাল আমদানি মূল্য ২৭০ দিন পর পরিশোধের সুবিধা

ফাইল ফটো

শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণ ও সার আমদানিতে দেরিতে মূল্য পরিশোধের সুবিধার মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বর পর্যন্ত এসব পণ্য আমদানির ক্ষেত্রে বিদেশি বিক্রেতাকে আমদানির ২৭০ দিন পর পাওনা পরিশোধের শর্তে এলসি (লেটার অব ক্রেডিট) খোলা যাবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে অথরাইজড ডিলারদের কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগে এই সুবিধাটি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সর্বোচ্চ ৩৬০ দিনের জন্য কার্যকর ছিল। তবে নতুন সংশোধিত নির্দেশনা অনুযায়ী, এখন ইউজেন্স মেয়াদ হবে সর্বোচ্চ ২৭০ দিন অথবা গ্রাহকের ক্যাশ কনভার্সন সাইকেল-এই দুইটির মধ্যে যেটি কম।

এবার আর কোনো নির্দিষ্ট শেষ তারিখ (যেমন ৩১ ডিসেম্বর) বেঁধে দেওয়া হয়নি; বরং এই সুবিধাটি স্থায়ীভাবে কার্যকর থাকবে।

সার্কুলারে আরো বলা হয়েছে, ইউজেন্স সুবিধা দেওয়ার আগে ব্যাংকগুলোকে অবশ্যই গ্রাহকের আগের ব্যবসায়িক কার্যক্রম ও লেনদেনের ইতিহাস যাচাই করতে হবে এবং নির্ধারিত ক্যাশ কনভার্সন সাইকেলটি বাস্তবসম্মত কি না তা নিশ্চিত করতে হবে।

ব্যাক-টু-ব্যাক লেটার অব ক্রেডিট (এলসি)-এর ক্ষেত্রে ইউজেন্স মেয়াদ রপ্তানি আয় দেশে ফেরানোর জন্য নির্ধারিত সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের আওতায় অর্থায়িত আমদানির ক্ষেত্রে এই বর্ধিত ইউজেন্স সুবিধা প্রযোজ্য হবে না।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে ব্যবসায়ী নেতা ও শিল্পসংশ্লিষ্টরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে বারবার নির্দিষ্ট সময় পরপর মেয়াদ বাড়ানোর প্রয়োজন পড়বে না, ফলে আমদানি রপ্তানি কার্যক্রম আরো সহজ ও স্বাভাবিক হবে।

ঢাকা/নাজমুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়