ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৬, ১৯ জানুয়ারি ২০২৬
রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি 

স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।

রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে শহরে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রার্থী নিজেই। এর আগে, কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

পহেল চাকমা বলেন, “শনিবার রাতে রাঙামাটি শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় আমার নিজের কার্যালয়ে অপরিচিত দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে আসানে। তারা আমাকে পাশের একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলেন। অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমি আমার জীবন নিয়ে সংশয়ে আছি।”

আরো পড়ুন:

তিনি বলেন, “এ ঘটনায় ইতোমধ্যে আমি থানায় জিডি করেছি। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন।”

সংবাদ সম্মেলনে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, “কারা আমাকে হুমকি দিয়েছে তাদের চিনি না। আমি গানম্যান চাচ্ছি না, তবে কোথায় যাচ্ছি, কী করছি সেটা যেন প্রশাসন নজরদারি করেন। তাহলে কোনো সন্ত্রাসী আমার কিছু করতে পারবে না বলে আমি মনে করি।” 

পহেল চাকমা বলেন, “আমার জয় নিশ্চিত জেনে আমাকে বারবার টার্গেট করা হচ্ছে। প্রথমে মনোনয়নপত্র বাতিল হলো, আপিলে ফিরে পেলাম, এখন হুমকি দেওয়া হচ্ছে। যেহেতু, আঞ্চলিক দল থেকে কেউ অংশ নিচ্ছে না, তাই মনে করছি, আমার জয় শতভাগ নিশ্চিত।”

জিডির বিষয়টি রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, “স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার করা সাধারণ ডায়েরিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শংকর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়