ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাণনাশের শঙ্কায় বিএনপির প্রার্থী, পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫১, ২৩ জানুয়ারি ২০২৬
প্রাণনাশের শঙ্কায় বিএনপির প্রার্থী, পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু

সন্ত্রাসী হামলায় জিয়া পরিষদের সদস্য নিহতের ঘটনায় নিজের প্রাণনাশের শঙ্কায় পুলিশি নিরাপত্তা চেয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে লিখিতভাবে এই আবেদন জানানো হয়। প্রার্থীর পক্ষে আবেদনপত্রটি জমা দেন সিংড়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রব।

আরো পড়ুন:

আরো পড়ুন: নাটোরে জিয়া পরিষদ নেতাকে হত্যার জেরে বাড়িতে আগুন, নারীর মৃত্যু

আবেদনে বিএনপির প্রার্থী উল্লেখ করেন, নির্বাচনি প্রচারের কাজে তাকে সিংড়ার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি সন্ত্রাসীদের হাতে তার এক কর্মী নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমতাবস্থায় নির্বিঘ্নে প্রচার চালাতে ও জীবন রক্ষার্থে তিনি পুলিশি নিরাপত্তা সহায়তা কামনা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “প্রার্থীর আবেদনটি আমরা গ্রহণ করেছি এবং ইতোমধ্যে তা জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

আরো পড়ুন: নাটোরে জিয়া পরিষদ সদস্যকে গলা কেটে হত্যা

বুধবার (২১ জানুয়ারি) রাতে সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন জিয়া পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক রেজাউল করিম। তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের পরই নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের দ্বারস্থ হলেন বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু।

ঢাকা/আরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়