শিরক ও ধোঁকাবাজমুক্ত সমাজ চাই: তারেক রহমান
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার মধ্যরাতে নরসিংদীতে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সম্প্রতি দেশে ঘটে যাওয়া ভূমিকম্পকে খোদায়ী সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশে শিরক, মুনাফেকি আর ধোঁকাবাজি বেড়ে গেছে। সাধারণ মানুষকে এসব অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী, একমাত্র তারাই এই দেশকে নতুন করে গড়ে তুলতে পারবে।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মধ্যরাতে নরসিংদী শহরের বাসাইল পৌর পার্ক সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রশংসা করে তারেক রহমান বলেন, “অনেকেই বিপদ দেখলে দিল্লি বা পিণ্ডি পালিয়ে যান। খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। তিনি সবসময় বলেছেন, এই দেশের মাটিই তার ঠিকানা। আমাদেরও এই দেশেই থাকতে হবে এবং দেশটাকে নতুন করে গড়তে হবে।”
২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লব সম্পর্কে তিনি বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতা, নারী ও শ্রমিকরা জীবন বিসর্জন দিয়ে মানুষের কথা বলার এবং ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন। এখন সময় এসেছে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার। গত ১৫ বছর দেশে কোনো সুস্থ নির্বাচনি পরিবেশ ছিল না; ছিল শুধু গুম, খুন, গায়েবি মামলা আর বিদেশে অর্থ পাচার।”
দেশের বর্তমান জীর্ণ দশা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, “অর্থ পাচারের কারণেই আজ রাস্তাঘাট, স্কুল-কলেজ ও হাসপাতালের অবস্থা নাজুক। বেকারদের কর্মসংস্থান নেই। আমাদের স্লোগান—‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। আগামীর নির্বাচনে ধানের শীষের জয় হলে তবেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”
সমাবেশ শেষে তারেক রহমান নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং জনগণের কাছে তাদের জন্য ভোট প্রার্থনা করেন।
জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- ড. আবদুল মঈন খান (নরসিংদী-২),সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (নরসিংদী-৪), মো. আশরাফ উদ্দিন বকুল (নরসিংদী-৫)। এছাড়াও যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন।
ঢাকা/হৃদয়/মাসুদ