ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫৭, ২৩ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্র ও শনিবার আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রকে নিয়ে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন।

শুক্রবার ভোরে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যে আলোচনার পর এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, এই আলোচনা ‘সর্বক্ষেত্রেই কার্যকর। নিরাপত্তা বিষয়ক ত্রিপক্ষীয় কর্মী দলের প্রথম বৈঠক আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে বলে একমত হয়েছেন।’

আরো পড়ুন:

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অবসানের জন্য চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টির শর্তাবলী চূড়ান্ত করা হয়েছে এবং যুদ্ধের পরে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি চুক্তি প্রায় প্রস্তুত, যা কিয়েভ-সমর্থিত প্রস্তাবগুলোর একটি মূল উপাদান।

শুক্রবার ক্রেমলিন তার দাবি পুনর্ব্যক্ত করে জানিয়েছে, যুদ্ধ শেষ করার জন্য কিয়েভকে পূর্ব ডনবাস অঞ্চল থেকে তার সেনা প্রত্যাহার করতে হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে ডনবাসের অঞ্চল ছেড়ে যেতে হবে এই বিষয়ে রাশিয়ার অবস্থান সুপরিচিত। তাদের সেখান থেকে প্রত্যাহার করতে হবে ... এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়