নাটোরে জিয়া পরিষদ সদস্যকে গলা কেটে হত্যা
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের সিংড়ায় কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে সহকারী অধ্যাপক রেজাউল করিমকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গলা কেটে হত্যা করা হয়।
নাটোরে সিংড়ায় বিএনপি-সংশ্লিষ্ট সংগঠন জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে সহকারী অধ্যাপক রেজাউল করিমকে (৫২) গলা কেটে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
রেজাউল করিম নাটোর জেলা জিয়া পরিষদের নির্বাহী কমিটির সদস্য। তিনি সিংড়ার বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে কলমের কুমারপাড়ায় ধ্বস্তাধ্বস্তি ও চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে যায়। এসময় রাস্তার পাশে গলা কাটা অবস্থায় রেজাউল করিমকে পড়ে থাকতে দেখেন তারা। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।
রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ডে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে।
ঢাকা/আরিফুল/রাসেল