একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে: ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। মার্কায় সিল দিলে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতে যেত।’’
শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি প্রচারের সময় দেবীপুর আদর্শ গ্রাম এলাকায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘জান্নাতে যেতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে।’’
এ সময় বিএনপির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।
ঢাকা/হিমেল/রাজীব