পশ্চিমবঙ্গে নদীতে ডুবে গেল বাংলাদেশি কার্গো জাহাজ
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনাকবলিত বাংলাদেশি জাহাজ ‘এমভি তামজিদ নাসির’
ভারত থেকে ফ্লাই অ্যাশ (ছাই) বোঝাই করে বাংলাদেশ ফেরার পথে ডুবো চড়ে ধাক্কা মেরে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাংলাদেশি কার্গো জাহাজ।
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর দ্বীপের কাছে কচুবেড়িয়া ও লট নম্বর ৮-এর মধ্যবর্তী মুড়িগঙ্গা নদীতে ‘এমভি তামজিদ নাসির’ নামের বাংলাদেশি জাহাজটি দুর্ঘটনার মুখে পড়ে ডুবে যায়। তবে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে জাহাজটির ১২ নাবিককে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট আকারের ওই কার্গো জাহাজটি দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ থেকে প্রচুর পরিমাণে ফ্লাই অ্যাশ (ছাই) বোঝাই করে বাংলাদেশের দিকে যাচ্ছিল। মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় ভাটার টানে নদীগর্ভে জেগে থাকা একটি বিশালাকার চরে সজোরে ধাক্কা মারে। আচমকা ধাক্কায় জাহাজের নিচের অংশ ফেটে যায় ও হু হু করে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভারসাম্য হারিয়ে বার্জটি নদীতে ডুবতে শুরু করে।
জাহাজ ডুবতে দেখে চিৎকার শুরু করেন নাবিকরা। সেই সময় নদীতে থাকা অন্যান্য ট্রলার দ্রুত তৎপরতার সঙ্গে এগিয়ে এসে জাহাজটিতে অবস্থানরত ১২ জন নাবিককেই অক্ষত অবস্থায় উদ্ধার করে। জাহাজটি পুরোপুরি না ডুবলেও সেটির সিংহভাগ অংশই বর্তমানে পানির নিচে চলে গেছে। এ ঘটনায় টন টন ফ্লাই অ্যাশ নদীগর্ভে মিশে নদীর বাস্তুতন্ত্র বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ এবং সেচ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মুড়িগঙ্গা নদীতে অন্যান্য জাহাজ চলাচলের পথে এই দুর্ঘটনাগ্রস্ত জাহাজটি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে কলকাতা পোর্ট ট্রাস্টকেও বিষয়টি জানানো হয়েছে। জাহাজটি উদ্ধারের জন্য এর বাংলাদেশি মালিক কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা/সুচরিতা/ফিরোজ