রাজশাহীতে ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় একটি বন্দুক এবং একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে তাহেরপুর পৌর এলাকার মথুরাপুরের একটি বাড়ি থেকে আব্দুল হালিম (২৯) ও আবুল বাসার (২৭) নামের ওই দুজনকে আটক করা হয়। তারা দুজনই মথুরাপুরের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, ‘সিক্স স্টার’ গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। এই গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
আটক দুজনকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেছেন, তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ে করা হবে। এরপর আদালতে হস্তান্তর করা হবে।
ঢাকা/মাহী/রফিক