নির্বাচিত হলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে: শফিকুর রহমান
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিনাজপুরের গোর এ শহীদ ময়দানে নির্বাচনি জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
জামায়াত আমির বলেন, ‘‘ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে। কৃষিকে পুরাতন ধাঁচে চালানো হবে না, বরং আধুনিকায়নের মাধ্যমে লজিস্টিক ব্যবস্থাকে শক্তিশালী করে কৃষকের ন্যায্যমূল্যে নিশ্চিত করা হবে।’’
তিনি বলেন, ‘‘বর্তমান অবস্থায় কৃষি পণ্য উৎপাদনের পর বাজারে সঠিক মূল্য পাওয়া যায় না। যথাযথ সংরক্ষণের অভাবে অনেক সময় উৎপাদিত ফসল নষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধান করে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে এবং ফসল ও সবজির সংরক্ষণ ব্যবস্থা জোরদার করা হবে।’’
ঢাকা/মোসলেম/রাজীব