ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাজমুল নাকি শরিফুল, টুর্নামেন্ট সেরা হবেন কে?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:২৩, ২৩ জানুয়ারি ২০২৬
নাজমুল নাকি শরিফুল, টুর্নামেন্ট সেরা হবেন কে?

(বাঁয়ে) নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম (ডানে)

উইকেট সংখ্যায় শরিফুল ইসলামের ধারের কাছেও কেউ নেই। ২৪ উইকেট নিয়ে আছেন শীর্ষে। রান সংখ্যায় নাজমুল হোসেন শান্ত আছেন তিন নম্বরে। উপরে থাকা দুজন নেই ফাইনালের মঞ্চে। নাজমুলের সুযোগ আছে সবাইকে ছাড়িয়ে যাওয়ার। 

বিপিএলের টুর্নামেন্ট সেরা কে হবেন? উত্তরটার জন্য আজ ফাইনাল ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কেননা ফাইনালের মঞ্চে থাকা শরিফুল ইসলাম ও নাজমুল হোসেনেরই সুযোগ আছে টুর্নামেন্ট সেরার খেতাব জেতার। নিশ্চিত করেই বলা যায়, শিরোপা যিনি জিতবেন টুর্নামেন্ট সেরার খেতাবও হতে পারে তারই।

আরো পড়ুন:

চট্টগ্রাম রয়্যালসের পেসার শরিফুল ১১ ম্যাচে পেয়েছেন ২৪ উইকেট। চট্টগ্রাম দলে বড় কোনো তারকা নেই। ছিল না বড় কোনো নাম। দলকে ফাইনালে তুলতে শরিফুল রেখেছেন বিরাট ভূমিকা। বোলিং গড় ও ইকোনমিও ছিল দারুণ। বোলিং গড় ছিল ৯.৫৪। ইকোনমি ৫.৬০। 

বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়তে শরিফুলের চাই মাত্র ১টি উইকেট। ২০২৪ সালে রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন। শরিফুলের আজ সুযোগ আছে তাসকিনের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার। শুধু তা-ই নয়, বড় পরিসরে চিন্তা করলে চট্টগ্রামকে চ্যাম্পিয়ন করার। ব্যক্তিগত নৈপূণ্যে দৈখিয়ে শরিফুল জ্বলে উঠতে পারলে ফল পাবে চট্টগ্রামও।

৩৪৪ রান করে নাজমুল হোসেন শান্ত আছেন তিন নম্বরে। রাজশাহী ওয়ারির্সকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন নাজমুল। সঙ্গে বল হাতেও জ্বলে উঠেছেন। টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। ৩১.২৭ গড় ও ১৩৪.৯০ স্ট্রাইক রেটে অনায়েসে রান তুলেছেন নাজমুল। ১টি করে সেঞ্চুরি ও ফিফটি তার নামের পাশে। তবে আরো বেশি ধারাবাহিক হওয়ার সুযোগ ছিল তার। 

নাজমুলের উপরে আছেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তাওহীদ ৩৮২ ও পারভেজ ৩৯৫ রান করেছেন। তবে ফাইনালের মঞ্চে নেই তারা কেউ। নাজমুলের ব্যাট থেকে একটি দৃষ্টিনন্দন ইনিংস শুধু তাকে ব্যাটিংয়ে শীর্ষেই নিয়ে যাবে না বরং দলকেও দিতে পারে প্রত্যাশিত শিরোপার স্বাদ। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে শুক্রবার সন্ধ্যা ৬টায়। রাজশাহী ফ্রাঞ্চাইজি এর আগে ২০১৯ সালে একবারই শিরোপা জিতেছিল। চট্টগ্রাম বিপিএলের ইতিহাসে কখনো শিরোপা জেতেনি। শরিফুল কিংবা নাজমুল ফাইনালে কার পারফরম‌্যান্স মাঘের সন্ধ‌্যায় ছড়াবে উষ্ঘতা? আলো ছড়ানো পারফরম‌্যান্সে দ্বিগুন আনন্দে ভাসার সুযোগ রয়েছে দুজনেরই। উপলক্ষটা কে রাঙাতে পারে সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়