টঙ্গীতে দুই বস্তিতে অভিযান, অস্ত্রসহ আটক ৩৫
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
টঙ্গির দুই বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে আটককৃতরা
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার দুটি বস্তিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর পর্যন্ত হাজি মাজার ও এরশাদনগর বস্তিতে এ অভিযান পরিচালিত হয়।
হাজি মাজার বস্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানান।
তিনি জানান, যৌথ বাহিনীর দুটি পৃথক দল সমন্বিতভাবে এরশাদনগর ও হাজি মাজার বস্তিতে অভিযান চালিয়ে প্রায় এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা, একাধিক দেশি অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করে। অভিযানে আটক ৩৫ জনকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/রেজাউল/মাসুদ