ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে দুই বস্তিতে অভিযান, অস্ত্রসহ আটক ৩৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০২, ২৩ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে দুই বস্তিতে অভিযান, অস্ত্রসহ আটক ৩৫

টঙ্গির দুই বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে আটককৃতরা

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার দুটি বস্তিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর পর্যন্ত হাজি মাজার ও এরশাদনগর বস্তিতে এ অভিযান পরিচালিত হয়। 

আরো পড়ুন:

হাজি মাজার বস্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানান। 

তিনি জানান, যৌথ বাহিনীর দুটি পৃথক দল সমন্বিতভাবে এরশাদনগর ও হাজি মাজার বস্তিতে অভিযান চালিয়ে প্রায় এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা, একাধিক দেশি অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করে। অভিযানে আটক ৩৫ জনকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়