ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২২  
কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত

পটুয়াখালীর কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পর্যটন হলিডে হোমস চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার প্রমুখ। 

বক্তারা, কুয়াকাটাকে আরো উন্নত করতে সরকার বদ্ধ পরিকর বলে জানান। এছাড়া কুয়াকাটাকে নিয়ে সরকারের আগামী পরিকল্পনাগুলো তুলে ধরেন।

বিকেলে পর্যটকদের অংশগ্রহণে হাডুড খেলা, ফুটবল খেলা এবং সন্ধ্যায় সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়